fbpx
অন্যান্যবাংলাদেশ

মে মাস সবচেয়ে ঝুঁকিপূর্ণ, আক্রান্ত হতে পারে ১ লাখ: আইইডিসিআর

মে মাস সবচেয়ে ঝুঁকিপূর্ণ উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের বেশ কয়েকজন কর্মকর্তা (নাম প্রকাশ না করার শর্তে ) বলেছেন, ‘মে মাসে ১ লাখ মানুষ করোনায় আক্রান্ত হতে পারে! আর মরতে পারে ৮০০-১০০০ মানুষ!’-আমাদের সময়.কম

তারা আরো বলেছেন, করোনা আক্রান্তের হার যেভাবে এগুচ্ছে তাতে মে মাস হবে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে হয় করোনার প্রভাব কমবে, না হয় ভূল সিদ্ধান্তের কারণে এটি বাড়বে। তবে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনণা ইন্সটিটিউটের বৈজ্ঞানিক কর্মকর্তারা বলছেন, ‘যারা এমনটি বলছেন তারা একটি ধারণার ওপর করেছেন। কিন্তু বাংলাদেশে এমন হওয়ার সুযোগ খুবই কম।’

বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. আলোমগীর বলেন,  আবার যারা বা যিনি বলছেন এক লাখ লোক আক্রান্ত হবে তাও ভূল। তবে যে হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে এভাবে চললে আমরা নিস্তার পাবো, হয়তো একটু সময় লাগবে।

অপরএক বৈজ্ঞানিক কর্মকর্তা ডা. মুসতাক বলেছেন, প্রত্যেকটি দিনই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি সপ্তাহ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। তবে মে মাসের দিকে আমরা তাকিয়ে আছি। এই মাসে যদি আমরা নিজেদের দুরুত্ব বজায় রাখতে পারি, তবে আক্রান্তের হার কমতে শুরু করবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button