fbpx
দেশবাংলা

ঝুকি নিয়ে কর্মস্থলে আসছেন শ্রমিকরা

তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র নিষেধ অমান্য করে করোনা ভাইরাস সংক্রমণের এই মুহূর্তে ঢাকার বাইরে অবস্থানরত পোশাক শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে ঢাকা ও গাজীপুরে গত কয়েকদিনের মত আজকেও পরিবার পরিজন নিয়ে দলে দলে আসতে শুরু করেছেন।

গণপরিবহন না পেয়ে ট্রাক পিকআপভ্যান ভাড়া করে ও পায়ে হেটে দীর্ঘ পথ পারি দিয়ে কর্মস্থলে ফিরছেন তাঁরা। এর আগে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিএমইএ’র পক্ষ থেকে জানানো হয় ঢাকার বাইরের শ্রমিকদের এই মুহূর্তে ঢাকায় প্রবেশ করার প্রয়োজন নেই।

একইসঙ্গে শ্রমিকদের বেতন ভাতা তাদের মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পৌঁছে দেয়া হবে। তবে বিজিএমইএ’র এমন সিদ্ধান্ত অমান্য করেই শ্রমিকরা দলে দলে ঢাকা ও গাজীপুরের দিকে আসছেন। অন্য দিকে স্থানীয়দের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের আতঙ্ক বিরাজ করছে।

এদিকে, সকাল ১০টা থেকে টঙ্গীর বিসিকে একটি ও চেরাগআলী এলাকায় পার্লপ্রিন্স এপারেলস নামক একটি পোশাক কারখানায় শ্রমিক ছাঠাই ও বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে শ্রমিকরা। পরে, পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তাওহীদ কবির, টঙ্গী প্রতিনিধি

সংশ্লিষ্ট খবর

Back to top button