fbpx
দেশবাংলা

করোনাভাইরাসের কারনে লোকসানে ময়মনসিংহের মুড়ি ব্যবসায়ীরা

 

করোনাভাইরাসের কারনে মুড়ি বাজারজাত করতে না পেরে লোকসানের মধ্যে পড়েছে ময়মনসিংহের ব্যবসায়ীরা। শ্রমিকরা স্বাস্থ্যবিধি মেনে মুড়ি তৈরি করছেন। তবে বিক্রি কমায় প্রতিদিন হাজার হাজার টাকা লোকসান গুণতে হচ্ছে বলে জানান মুড়ি ব্যবসায়ীরা। ক্ষুদ্র এই ব্যবসা ধরে রাখতে সরকারি সহায়তা দাবি তাদের।

ময়মনসিংহের বিসিক শিল্পনগরীতে প্রতি বছরেই রোজাকে সামনে রেখে রাতদিন পরিশ্রম করে মুড়ি তৈরি করতেন কারিগররা। এ বছর ক্ষুদ্র এই ব্যবসায়ও আঘাত হেনেছে করোনা। তাই ব্যবসায়ী ও কারিগরদের নেই তেমন তৎপরতা। লকডাউনের কারনে মুড়ি বাজারজাত করতে না পেরে ব্যবসায়ীরা শ্রমিক কমিয়ে দিয়েছেন।সরকারী প্রণোদনায় নীতিমালার মধ্যে পড়লে মুড়ি ব্যবসায়ীদের সহযোগিতার কথা জানান, জেলা প্রশাসক।

ময়মনসিংহ বিসিকে ১০ টি মুড়ি তৈরির কারখানাসহ নগরীতে ১৫টি ছোট বড় কারখানা রয়েছে। যেখানে প্রায় ৫ শতাধিক শ্রমিক কর্মরত রয়েছেন।

বাংলাটিভি/শহীদ

 

সংশ্লিষ্ট খবর

Back to top button