fbpx
দেশবাংলা

জয়পুরহাটে সামাজিক দুরত্ব না মেনে টিসিবির পণ্য ক্রয়

সরকারের নানামূখী পদক্ষেপ থাকা সর্ত্তেও সামাজিক দুরুত্ব না মেনে চলছে জয়পুরহাটের বাস করা মানুষের একটি বড় অংশ। বিশেষ করে টিসিবির সাচ্ছয়ী মূল্যে পণ্য ক্রয়ে ও ব্যাংকের সেবা নিতে আসা কারো মধ্যে নেই স্বাস্থ্যবিধি মেনে চলার প্রবনতা।

জেলার বিভিন্ন এলাকায় টিসিবির পণ্য কিনতে নিম্নবিত্তদের পাশাপাশি উচ্চবিত্তরাও র্দীঘ লাইনে। ব্যাংকের গ্রাহকদের দেখা গেছে এমন র্দীঘ লাইন। জরুরী সেবার আওতায় থাকার বাহিরেও সামাজিক দুরুত্ব না মেনেই চলছে রিক্সা, গাড়ি ও জনসাধারণ।

ৎযদিও এ জেলায় প্রতিনিয়ত ব্যাপক হাড়ে বাড়ছে করোনা আক্রান্ত সংখ্যা। ইতোমধ্যে এ জেলা লকডাউন করা হয়েছে। আইন শৃংঙ্খলা বাহিনীর ততপরতা থাকলেও মানচ্ছেন না তারা। সামাজিক দুরুত্ব মানার পাশাপাশি টিসিবির পণ্য বিক্রয়ের ক্ষেত্রে কাজ করা হচ্ছে বলে জানান, প্রশাসনের কর্মকর্তারা।

টিসিবির সেবা বৃদ্ধি ও সামাজিক দুরুত্ব নিশ্চিত করে করোনার হাত থেকে এ জেলা সুরক্ষা রাখতে সংশ্লিষ্টদের দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের।

সংশ্লিষ্ট খবর

Back to top button