
মহান মে দিবসে হেমায়েতপুরে অবস্থিত এজেআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক খুলে বিপাকে পড়েছেন চিত্রনায়ক অনন্ত জলিল। পরে তোপের মুখে পড়ে সাড়ে ১০টায় গার্মেন্টস বন্ধ করে শ্রমিকদের ছুটি দিতে বাধ্য হোন। কিছু শ্রমিক জানান, তাদের প্রধান গেট দিয়ে বের হতে না দিয়ে পেছনের গেট দিয়ে বের করে দেওয়া হয়।
এদিকে বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন নিউজ টোয়েন্টিফোরের সাভার প্রতিনিধি নাজমুল হুদা উপস্থিত হয়ে গার্মেন্টসের ভিডিও ধারণ করতে শুরু করলে তাকে কয়েকজন এসে ভেতরে নিয়ে যায়। সাংবাদিককে আটকে রাখা হয়েছে এমন খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা গার্মেন্টসের সামনে এসে বিক্ষোভ করতে শুরু করে।
তবে সাংবাদিক নাজমুল হুদা বলেন, ‘আমি ভিডিও ধারণের জন্য লাইট চালু করার সাথে সাথেই কয়েকজন আমাকে ভেতরে নিয়ে যায়। তবে আমাকে আটকে রাখেনি। ম্যানেজ করার চেষ্টা করছিল।’
এ বিষয়ে এজেআই গ্রুপের জিএম (প্রোডাকশন) কালের কণ্ঠকে বলেন, ‘আমরা পিপি তৈরির জন্য গার্মেন্টস খোলা রেখেছিলাম। পরে অবশ্য আমরা কর্মীদের ছুটি দিয়ে দিয়েছি।’