fbpx
দেশবাংলা

দুদিন পর বেনাপোলে ফের আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরুর দুই দিন পর করোনাভাইরাসের সংক্রমনের আশঙ্কায় আবার তা বন্ধ হয়ে গেছে।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, ভারত থেকে গত দুই দিনে ১৫ ট্রাক পণ্য আমদানি হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিধিবিধান মেনে শূন্যরেখায় লোড-আনলোড করা হয়েছে। কিন্তু ভারতে আন্দোলনের মুখে রোববার সকাল থেকে আমদানি-রপ্তানি আবারও বন্ধ হয়ে গেছে গেছে।

বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরুর দুই দিন পর করোনাভাইরাসের সংক্রমনের আশঙ্কায় আবার বন্ধ হয়ে গেছে। পাঁচ সপ্তাহর বেশি সময় বন্ধ থাকার পর রোজার মাসে বাংলাদেশে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে সম্প্রতি বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে আমদানি শুরুর এই সিদ্ধান্ত নেয়া হয়েছিল।

সংশ্লিষ্ট খবর

Back to top button