fbpx
দেশবাংলা

নোয়াখালী এবং কালীগঞ্জে করোনাভাইরাস নমুনা সংগ্রহ বুথ স্থাপন

নোয়াখালী এবং গাজীপুরের কালীগঞ্জে করোনাভাইরাস নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে। দীর্ঘ প্রতিক্ষার পর নোয়াখালী আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে শুরু হলো করোনা পরীক্ষা।

সোমবার বিকেলে কলেজের ৬ষ্ঠ তলায় এ ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। এসময় উপজেলা চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, কলেজের অধ্যক্ষ আব্দুস ছালাম, জেলা বিএমএ সভাপতি এম এ নোমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

প্রতিদিন এ ল্যাবে ৯২টি করে করোনা রোগীর নমুনা পরীক্ষা করা যাবে। এদিকে, গাজীপুরের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়েছে। সকালে উপজেলা করোনাভাইরাস প্রতিরোধ কমিটির সভাপতি ইউএনও মো. শিবলী সাদিক বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, জেলা প্রশাসনের পরিকল্পনা ও অর্থায়নে করোনা ভাইরাস নমুনা সংগ্রহ বুথ স্থাপন করা হয়। করোনাভাইরাস কোভিড-১৯ বহন করে আসা কোন রোগীর মাধ্যমে যাতে হাসপাতালের চিকিৎসক, নার্স ও স্টাফ ঝুঁকির মধ্যে না পড়েন সেজন্য এ বুথগুলো স্থাপনের উদ্যেগে নেয়া হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button