ফ্রান্সে সরকার দলীয় সাংসদের সাথে টেলিকনফারেন্স

ফ্রান্সে অনিয়মিতদের নিয়মিত করতে দেশটির সরকার দলীয় সাংসদের সাথে এক টেলিকনফারেন্সের আয়োজন করে ফ্রেঞ্চ ল উইথ আকাশ এবং এসোসিয়েশন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স-বিসিএফ।
সোমবার ফ্রেঞ্চ ল উইথ আকাশ এবং এসোসিয়েশন বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্স-বিসিএফ এর আমন্ত্রণে টেলিকনফারেন্সে যোগ দেন, ফ্রান্সের সরকার দলীয় সাংসদ ফিওনা লাজার। এসময় বিসিএফের পক্ষ থেকে আকাশ হেলাল, এন কে নয়ন ও মোঃ নূর করোনাভাইরাস পরিস্থিতিতে ফ্রান্স প্রবাসী বাংলাদেশিদের সার্বিক পরিস্থিতি, ফিওনা লাজারের কাছে তুলে ধরেন।
এসময় ফ্রান্সে অনিয়মিতদের খুব সহজে নিয়মিত করার পক্ষে তার অবস্থান পুনর্ব্যক্ত করেন ফ্রান্সের সরকার দলীয় এ সাংসদ। বিসিএফের পক্ষ থেকে এসময় বলা হয়, বিশ্বব্যাপী এই মানবিক বিপর্যয়ের সময় অনিয়মিতদেরকে মানবিক বিবেচনায় নিয়মিত করে বৈধতা দিয়ে ফ্রান্স বিশ্ববাসীর নিকট মানবতার আরো একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে পারে।
ফ্রান্সে অনিয়মিতদের নিয়মিত করার জন্য ইতোমধ্যে ১০৪ জন এম পি ফ্রান্সের প্রধানমন্ত্রী বরাবর চিঠি দিয়েছেন এবং বেশকিছু এসোসিয়েশনও চিঠি দিয়েছে।
বাংলা টিভি/রাসেল