fbpx
বিশ্ববাংলা

সৌদি আরবে ৩ হাজার ৭১৭ বাংলাদেশি করোনা আক্রান্ত

সৌদি আরবে ৩ হাজার ৭১৭ জন বাংলাদেশি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশ দূতাবাসের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশটিতে ৩ হাজার ৭১৭ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন এবং ৫৫ জন বাংলাদেশি মারা গেছেন।

গত ২ মার্চ থেকে সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে করোনা শনাক্ত শুরু করে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়। দেশটিতে এ পর্যন্ত ৩ লাখ ৬৫ হাজার ৯৩ জন বিদেশি এবং সৌদি নাগরিকের করোনাভাইরাস পরীক্ষা করা হয়েছে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্ত হয়েছেন ২৮ হাজার ৬৫৬ জন। মারা গেছেন ১৯১ জন এবং সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ৪ হাজার ৪৭৬ জন।

এদিকে, আগামী ১৩ মে পর্যন্ত সকাল ৯ টা থেকে বিকাল ৫ টার কারফিউ শিথিল এবং শপিং মল খুলে দেয়া হয়েছে। আক্রান্তের সংখ্যার দিক থেকে শীর্ষে রয়েছে মক্কা।

এছাড়া দূতাবাস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন বিমান চলাচল বন্ধ থাকায় প্রবাসীদের লাশ সংরক্ষণে হিমঘরে স্থান সংকুলান না হওয়ায়  বাংলাদেশি কর্মীদের লাশ স্থানীয়ভাবেই দাফন করার অনুমতি দিতে বলা হয়েছে।

বাংলা টিভি/রাসেল

সংশ্লিষ্ট খবর

Back to top button