fbpx
বিশ্ববাংলা

যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার উদ্যোগ

মার্কিন যুক্তরাষ্ট্রে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের বিশেষ বিমানে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ দূতাবাস।

ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাস, নিউইয়র্ক ও লস এঞ্জেলস্থ বাংলাদেশ কনস্যুলেটদ্বয়ের সাথে সমন্বয় করে, কাতার এয়ারওয়েজের একটি চার্টার্ড ফ্লাইট পরিচালনার উদ্যোগ গ্রহণ করেছে। এই ফ্লাইটটি আগামী ১৪ অথবা ১৫ মে যুক্তরাষ্ট্র থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবার সম্ভাবনা রয়েছে।

কাতার এয়ারওয়েজের ফ্লাইট ন্যূনতম সংখ্যক টিকিট বিক্রয়ের শর্তে, ওয়াশিংটনের ডালাস অথবা নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে উড়বে।

এর আগে দূতাবাসগুলোর ওয়েবসাইটে করোনা কবলিত প্রবাসীদের অবস্থান জানতে চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হলে বিপুল সংখ্যক বাংলাদেশী নিজ খরচে দেশে যাওয়ার জন্য বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করার আবেদন জানান।

এরই প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে অরিক্স অ্যাভিয়েশন নামক কাতার এয়ারওয়েজের একটি সাধারণ বিক্রয় প্রতিনিধি প্রতিষ্ঠান যাত্রীদের নিবন্ধন ও টিকিট ইস্যু করার কাজ করে যাচ্ছে। আগ্রহী যাত্রীরা ৮ মে’র মধ্যে অনলাইনে নিবন্ধন করতে পারবেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button