fbpx
বিশ্ববাংলা

বিপাকে পড়েছেন সুইডেনে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীরা

সুইডেনে প্রতিদিনই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি, বাড়ছে মৃতের সংখ্যাও। শুক্রবার দেশটিতে নতুন করে আরো ৬৪২ জনের করোনায় আক্রান্তের খবর জানা গেছে।

করোনার প্রভাবে বিপাকে রয়েছেন দেশটিতে অধ্যয়নরত বিপুল সংখ্যক বাংলাদেশি শিক্ষার্থীরা। করোনা সংক্রমণ প্রতিরোধে সুইডেনে লকডাউন দেয়া না হলেও, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ ঘোষণা করা হয়। এর ফলে যেসব শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি খন্ডকালীন কাজ করতেন, তাদের বেশিরভাগের কাজ চলে যাওয়ায়, চরম আর্থিক সংকটে দিন কাটাচ্ছেন তারা।

এদিকে, সুইডেনের সাথে বিমান চলাচল বন্ধ থাকায়, পড়াশোনা শেষে দেশে ফিরতে না পারার শঙ্কায় রয়েছেন অনেক বাংলাদেশি শিক্ষার্থীরা।

প্রতি বছর উচ্চ শিক্ষার জন্য সারাবিশ্বের মতো বাংলাদেশ থেকেও বিপুলসংখ্যক শিক্ষার্থী সুইডেনে গেলেও, করোনা মহামারিতে নতুন করে শিক্ষার্থী ভর্তি নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোতে রয়েছে অনিশ্চয়তা।

সংশ্লিষ্ট খবর

Back to top button