বিশ্ববাংলা
মালদ্বীপে বাংলাদেশিদের মানবেতর জীবন-যাপন

করোনাভাইরাস প্রাদুর্ভাবে মালদ্বীপে কর্মহীন হয়ে, মানবেতর জীবন-যাপন করছেন ১ লাখেরও বেশি বাংলাদেশি। বেতন না পাওয়ায় অনেক কষ্টে দিন কাটছে তাদের।
করোনার প্রভাবে মালদ্বীপে পর্যটন ব্যবসা পুরোপুরি বন্ধ থাকায়, তিন থেকে চার মাস ধরে বেতন পাচ্ছেন না দেশটিতে কর্মরত বাংলাদেশিরা। অর্থের অভাবে খাবার কিনতে না পারায়, অনেকে না খেয়েই দিন পার করছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী, দেশটিতে ৪০ হাজারের বেশি শ্রমিকের বৈধ কাগজপত্র না থাকায়, তারাই সবচেয়ে বিপদে আছেন। মহামারি কাটলেও কাজ হারানোর শঙ্কা রয়েছে তাদের। অনেকে বৈধ হওয়ার আবেদন করেছেন।
এ অবস্থায় যারা দেশে ফিরতে চান তাদের ধাপে ধাপে দেশে ফিরিয়ে আনার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আবদুল মোমেন।