fbpx
ক্রিকেটখেলাধুলা

আইপিএল না হলে ৫০ মিলিয়ন ডলারের বেশি ক্ষতি

এ বছর আইপিএল না হলে ৫০ মিলিয়ন ডলারেরও বেশি লোকসান হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের। এমন আশঙ্কার কথাই জানিয়েছেন বিসিসিআইয়ের এক কর্মকর্তা।

পূর্বনির্ধারিত ২৯ মার্চ আইপিএল মাঠে গড়ানো সম্ভব হয়নি। বিশ্বের সবচেয়ে জাঁকজমকপূর্ণ এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এ বছর আয়োজন নিয়েই রয়েছে সংশয়। কিন্তু, সেটা হলে বিরাট অঙ্কের ক্ষতি হবে ভারতীয় ক্রিকেট বোর্ডের।

যার পরিমাণ হতে পারে ৪০ বিলিয়ন রুপি বা ৫৩০ মিলিয়ন ডলার। ক্রিকেটের প্রত্যাবর্তনে চলছে জোর চেষ্টা। তবে সব আসর নয়, অর্থনৈতিকভাবে লাভজনক টুর্নামেন্ট, সিরিজ কিংবা ফ্র্যাঞ্চাইজি আসর আয়োজনেই আগ্রহ বেশি আইসিসি ও প্রভাবশালী বোর্ডগুলোর।

এতোদিন অন্য বোর্ডগুলোর মতো সংকটের কথা না বললেও, এবার বিশেষ করে আইপিএল নিয়ে ভাবনা দিন দিন বাড়ছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button