
লকডাউন উপেক্ষা করে পূবাইলের হাসনাহেনা শুটিংবাড়িতে শুরু করেছিলেন পরিচালক আদিবাসী মিজান। বিষয়টি জানতে পেয়ে পরিচালকদের সংগঠন ডিরেক্টরস গিল্ড তাৎক্ষণিকভাবে শুটিং বন্ধ করে দেয়।
শুটিং ইউনিট সূত্রে জানা যায়, এক বছর আগের পুরনো নাটকের অংশ বিশেষ শুটিং করতে গিয়েছিলেন পরিচালক মিজান ও তার দল। নাটকের প্রথমভাগের কাজ হয়েছিল নেপালে। রবিবার এর শেষ অংশ করছিলেন তারা।
ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক এসএ হক অলিক বলেন, ‘পূবাইলের হাসনাহেনা শুটিংবাড়িতে এর কাজ শুরু হয়েছিল। পরে তারা (নির্মাতা) তাদের ভুল বুঝতে পেরেছেন। ফোনে কথা বলার সঙ্গে সঙ্গে তারা এটি বন্ধ করে দিয়ে চলে এসেছেন।’ ঈদের জন্য নাটকটি নির্মিত হচ্ছিল। এতে জনপ্রিয় অভিনেতা জাহিদ হাসানও উপস্থিত ছিলেন।