fbpx
বিশ্ববাংলা

কাতারে এ পর্যন্ত ৪ বাংলাদেশি মারা গেছেন

কাতারে ক্রমেই বেড়ে চলছে করোনায় আক্রান্তের সংখ্যা। ২৫ লাখ জনসংখ্যার ছোট দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩০ হাজার ছাড়িয়েছে। আক্রান্তের সংখ্যা বাড়ায় আতঙ্কে আছেন প্রবাসী বাংলাদেশিরা।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সবরকম চেষ্টা চালিয়ে যাচ্ছে কাতার সরকার। বন্ধ রয়েছে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। স্কুল কলেজ বন্ধ থাকায় বাংলাদেশি ছাত্র-ছাত্রীদের অনলাইনে হচ্ছে ক্লাস। আর কাজকর্ম চললেও বিপুল সংখ্যক মানুষ আক্রান্ত হওয়ায় আতঙ্কিত প্রবাসীরা।

এদিকে, কর্মহীন প্রবাসী বাংলাদেশির পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ কমিউনিটি ও বিভিন্ন সংগঠনকে ধন্যবাদ জানান কাতারের বাংলাদেশ কমিউনিটির নেতারা। কাতারে এ পর্যন্ত ৪ বাংলাদেশিসহ মারা গেছেন ১৪ জন। আক্রান্তদের মধ্যেই সুস্থ হয়েছেন তিন হাজার পাঁচশর বেশি মানুষ

সংশ্লিষ্ট খবর

Back to top button