
রমজানের শেষ ভাগেও স্থির রয়েছে রাজধানীর কাঁচা বাজার। বিধি নিষেধ শিথিল হওয়ায় স্বাভাবিক রাজধানীর কাঁচাবাজার। বাহির থেকে প্রতিদিনই ঢাকায় আসছে পন্যবাহী পরিবহন।
বাজার নিয়ন্ত্রণে সরকারের কঠোর নজরদারি এখন পর্যন্ত চোখে পড়ার মত। রাজধানীর পাইকারি বাজারে সবজির দাম স্থির থাকলেও খুচরা বাজারে দামের কিছু তারতম্য দেখা যায়। কমেছে নানা রকম ফলের দামও। তবে, বেড়েছে গরুর মাংসের দাম, তবে স্থির রয়েছে খাসির মাংসের দাম।
এদিকে ফুলকপি বিক্রি হচ্ছে প্রতি পিস ১০ থেকে ২০ টাকা, পেঁপে ২০ থেকে ২৫ টাকা। আর মুরগীর ডিম ডজন প্রতি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়।