fbpx
দেশবাংলা

পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ

পাটুরিয়া অভিমুখে যাত্রীচাপ বাড়ায়, করোনার সংক্রমন ঝুঁকি কমাতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরিচলাচল সাময়িকভাবে বন্ধ করেছে বিআইডব্লিইটসি কর্তৃপক্ষ। তবে, ফেরি বন্ধ থাকায় মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে আটকা পড়েছে দক্ষিনবঙ্গগামী ৫ হাজার ঘরমুখো যাত্রী।

পাটুরিয়া ফেরীঘাট গতকাল ৮ ঘন্টা বন্ধ থাকার পর সন্ধ্যা থেকে চালু হলেও সকাল ৭ টা থেকে তা আবার বন্ধ করে দেয়া হয়েছে। ফেরি বন্ধ থাকায় মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে আটকা পড়েছে দক্ষিণবঙ্গের ঘরমুখো হাজার হাজার যাত্রী। এতে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের ভারপ্রাপ্ত ডিজিএমন জিল্লুর রহমান বলেন, ফেরিচলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণের পর উভয় ঘাটে থাকা ফেরিগুলোকে মাঝনদীতে রাখা হয়েছে। এ অবস্থায় দক্ষিণবঙ্গের ৫ সহস্রাধিক যাত্রী শিমুলিয়া ঘাটে এসে ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে।

বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক মো. শফিকুল ইসলাম জানান, জরুরি ভিত্তিতে ফেরি সার্ভিস দেয়া হচ্ছে। তবে যাত্রী ও অন্য কোনো সাধারণ যানবাহন ফেরিতে উঠানো হচ্ছেনা। যাত্রী ও যানবাহন পারাপারে কঠোর অবস্থান নেয়া হয়েছে।

সংশ্লিষ্ট খবর

Back to top button