fbpx
খেলাধুলাফুটবল

মাঠে ফিরতে শুরু করেছে স্পেনের ফুটবল ক্লাবগুলো

করোনাভাইরাসের মহামারি শেষে এবার মাঠে ফিরতে শুরু করেছে স্পেনের ফুটবল ক্লাবগুলো। দলীয় অনুশীলনে ফিরেছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদের মতো ক্লাবগুলো। তবে, সরকারি অনুমোদন না মেলায় গ্রুপ ট্রেনিং শুরু করতে দেরি হচ্ছে ইতালিয়ান ক্লাবগুলোর।

করোনা পরবর্তী ইউরোপিয়ান ফুটবলে আশার নাম বুন্দেসলিগা। শেষ হয়েছে পুরো এক রাউন্ড। ২৬তম রাউন্ডের সবশেষ ম্যাচে ব্রেমেনের বিপক্ষে ৪-১ গোলে জয় পেয়েছে বায়ার লেভারকুসেন। জার্মানির কাছ থেকেই মাঠে ফেরার প্রেরণা পাচ্ছে স্প্যানিশ লিগ। আশার আলো দেখছেন বার্সেলোনা মিডফিল্ডার ইভান রাকিতিচ। নানা কার্যক্রমে সম্ভাবনা বাড়ছে ইংলিশ লিগেরও।

তবে, ম্যান সিটি ফরোয়ার্ড রহিম স্টার্লিং অনুশীলনের পর্যাপ্ত সময় চান। একক অনুশীলন থেকে গ্রুপ ট্রেনিংয়ে ফেরার সিদ্ধান্তে কিছুটা বিপাকে পড়েছে সিরি আ ক্লাবগুলো। ইতালি সরকারের সায়েন্টিফিক প্যানেলের অনুমতির অপেক্ষায় দলগুলো। আপাতত বন্ধ একক অনুশীলনও।

সংশ্লিষ্ট খবর

Back to top button