fbpx
অন্যান্যবাংলাদেশ

৩০ রোজা পূর্ণ করলো ৭ বছরের শিশু ‘জায়না’

ফাতিমা জায়না আশফাক। বয়স মাত্র ৭ বছর। রাজধানীর একটি স্কুলে কেজি-টু তে পড়ছে সে। তার মায়ের দেখাদেখি এবারই প্রথম রোজা রাখতে শুরু করেছে জায়না এবং প্রথমবারই সবকটি রোজা রেখে ফেলেছে এই শিশু।

নাঈমা আহমেদ ও আশফাক নেওয়াজ আহমেদ দম্পতির একমাত্র সন্তান জায়না। রাজধানীর ধানমন্ডিতে থাকেন তারা।
99274973 249571279788486 2126956023607459840 n
জায়না জানায়, রোজা রেখে তার দারুণ ভালো লাগছে। সবগুলো রোজা রাখতে পেরে সে খুব খুশি। রোজা রেখে সে আল্লাহর কাছে প্রার্থনা করেছে যেন পৃথিবী থেকে করোনাভাইরাস দূর হয়ে যায়।

জায়নার মা নাঈমা আহমেদ জানান, তিনি রোজা রাখছেন দেখে জায়নাও রোজা রাখতে আগ্রহ প্রকাশ করে। তিনি ভেবেছিলেন হয়তো এমনিতেই বলছে। কিন্তু তাদেরকে অবাক করে দিয়ে রোজা রেখে ফেলে সে; রোজা রাখতে জায়নার খুব একটা কষ্টও হয়নি। কাউকে কোনোরকম বিরক্ত করা ছাড়াই নিজের ইচ্ছাতেই পবিত্র রমজানের ৩০টি রোজা রেখে ফেলেছে। এতো অল্প বয়সে তাদের কন্যা এই কঠিন কাজটি সম্পন্ন করায় বাবা-মা হিসেবে তারা বেশ আনন্দিত। জায়নার জন্য সবার কাছে দোয়াও চেয়েছেন তিনি।

বাংলাটিভি/ নিউজ ডেস্ক

সংশ্লিষ্ট খবর

Back to top button