fbpx
আওয়ামী লীগরাজনীতি

৩১ মে থেকে চলবে ট্রেন, শুধু অনলাইনেই টিকিট

৩১ মে থেকে আট জোড়া অর্থাৎ ১৬টি ট্রেন চলাচল শুরু হবে।। ৩রা জুন থেকে আরো ১১টি ট্রেন চালু হবে। শুধু অনলাইনেই টিকিট সংগ্রহ করা যাবে।

শনিবার সংবাদ সম্মেলনে রেল-রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন আরো জানান, ট্রেনে ভ্রমণে আবশ্যিকভাবে মাস্ক পরিধান করাসহ কয়েকটি স্বাস্থ্য বিধি অনুসরন করতে হবে। তবে ভাড়া বাড়বে না, বিক্রি হবে অর্ধেক টিকিট।

রেলমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসের কারণে রেল ব্যবস্থাপনায় পরিবর্তন আসতে যাচ্ছে। এখন থেকে পুরো টিকিটই অনলাইনে বিক্রি করা হবে। কেউ টিকিট ছাড়া স্টেশন প্ল্যাটফর্মে প্রবেশ করতে পারবে না।’

দ্বিতীয় ধাপে ৩ জুন থেকে আরও ১১ জোড়া ট্রেন চালানো হবে। ১৫ জুন পর্যন্ত গণপরিবহন ও ট্রেন চলাচলের প্রভাব সরকার পর্যবেক্ষণ করবে। করোনা ভাইরাস পরিস্থিতি দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান রেলমন্ত্রী।

সংশ্লিষ্ট খবর

Back to top button