fbpx
বাংলাদেশ

৬৬ দিন পর শেয়ারবাজারের কার্যক্রম শুরু

টানা ৬৬ দিন বন্ধের পর কার্যক্রম শুরু হয়েছে দেশের দুই শেয়ারবাজারে। রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়।

লেনদেন শুরু হওয়ার পরপরই সূচকের উত্থান লক্ষ করা যাচ্ছে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে-সিএসই। লেনদেনের প্রথম এক ঘণ্টায় অর্থাৎ বেলা সাড়ে ১১টা নাগাদ ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স বাড়ে ৩১ পয়েন্ট।

মোট লেনদেন হয় ৫৩ কোটি ৮৩ লাখ টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৮টির, কমেছে ৫৪টির। অপরিবর্তিত আছে ১৬০টির দর। অপরদিকে, সিএসইতে সার্বিক সূচকটি এক ঘণ্টায় বেড়েছে ১৩৬ পয়েন্ট। মোট লেনদেন হয়েছে ১ কোটি টাকা।

করোনার সংক্রমণ ঠেকাতে সরকার গেলো ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা করার পর তার সঙ্গে সমন্বয় করে শেয়ারবাজারের লেনদেনও বন্ধের ঘোষণা দেয়া হয়। সেই হিসেবে শেয়ারবাজারে সর্বশেষ লেনদেন হয়েছিল ২৫ মার্চ। এরপর দুই মাসেরও বেশি সময় লেনদেন বন্ধ থাকে। এরইমধ্যে লেনদেন চালুর দাবি জানান বিনিয়োগকারীরা।

সংশ্লিষ্ট খবর

Back to top button