fbpx
আন্তর্জাতিকইউরোপযুক্তরাজ্য

করোনা: বিশ্বে একদিনে ৫ হাজারের বেশি প্রাণহানি

বিশ্বে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আবারো পাঁচ হাজার ছাড়ালো প্রাণহানি। নতুনভাবে শনাক্ত প্রায় এক লাখ ৩৫ হাজার। এখন মারা গেছেন চার লাখ ১৮ হাজারের বেশি মানুষ। মোট আক্রান্তের সংখ্যা সাড়ে ৭৪ লাখের উপরে। ওয়ার্ল্ডোমিটার জানাচ্ছে, করোনা থেকে সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ৩৭ লাখ ৪৯ হাজার জন।

যুক্তরাষ্ট্রে একদিনে মারা গেছে ৯৮২ জন এবং মোট প্রাণহানি ছাড়িয়েছে সোয়া এক লাখ। দেশটিতে ২০ লাখ ৬৬ হাজারের বেশি রোগী শনাক্ত। এদিকে করোনায় দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু দেখলো ব্রাজিল।

একদিনে মৃত্যুবরণ করেন ১৩শ’ মানুষ, শনাক্ত ৩৩ হাজারের বেশি। ব্রাজিলের সর্বোচ্চ আদালত কোভিড নাইনটিনের সঠিক তথ্য প্রকাশে প্রেসিডেন্টকে দু’দিন সময় বেঁধে দিয়েছেন।

এদিকে, নতুন হটস্পট মেক্সিকোয় একদিনে মারা গেছেন ৬শ’ মানুষ। রাশিয়ায় খুব ধীরে হলেও কমে এসেছে সংক্রমণ আর মৃত্যুহার। তালিকার ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। দেশটিতে ২ লাখ ৮৭ হাজার ১৫৫ জন আক্রান্ত হয়েছে।

মৃত্যু হয়েছে ৮ হাজার ১০৭ জনের। এদিকে সৌদি আরবকে ছাড়িয়ে ১৫তম স্থানে উঠে এসেছে পাকিস্তান। দেশটিতে মৃতের সংখ্যা ২ হাজার ২৫৫।

সংশ্লিষ্ট খবর

Back to top button