fbpx
খেলাধুলাফুটবল

শিরোপার কাছাকাছি লিভারপুল

আবারো স্প্যানিশ লা লিগার শীর্ষস্থান দখল করলো রিয়াল মাদ্রিদ। মায়োর্কাকে জোড়া গোলে হারিয়ে, চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনাকে টপকে টেবিলের এক নম্বর আসনি ফিরে পেলো জিনেদিন জিদানের শিষ্যরা। আর ক্রিস্টাল প্যালেসকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে শিরোপার একেবারে কাছে পৌছে গেলো লিভারপুল।

ইউরোপিয়ান ফুটবলে দাপট দেখালেও শিরোপা জিততে না পারার ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে, সবধরনের প্রস্তুতি নিয়ে মাঠে নামে লিভারপুল। লিগে আগের ম্যাচে গোল আদায়ের ব্যর্থতা ঢাকতে, এ ম্যাচে পূর্ণ শক্তির অলরেডরা, শুরু থেকেই ঝাপিয়ে পড়ে টেবিলের নয় নম্বর ক্লাব ক্রিস্টাল প্যালেসের উপর।

সেকেন্ড হাফ শুরু হতেই স্কোরলাইন ৩-০ হয় স্বাগতিকদের। জালের দেখা পেয়েছেন অ্যালেকজ্যান্ডার আর্নল্ড, মোহাম্মদ সালাহ ও ফাবিনহো। আর প্যালেসের কফিনে শেষ পেরেকটা ঠোকেন সাদিও মানে। আগামী ৩ জুলাই, ম্যানসিটির বিপক্ষে জিততে পারলেই, শিরোপা ঘরে তোলার চূড়ান্ত প্রস্তুতি শুরু হবে ইয়ুর্গেন ক্লপ শিষ্যদের।

অন্যদিকে, চলতি মৌসুমে শিরোপা থেকে যোজন যোজন দূরে থাকা ম্যানইউয়ের লড়াই চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করার। শেফিল্ড ইউনাইটেডকে হারালেও এখনো পাঁচ নম্বরে আছে ওলে গানারের শিষ্যরা। ফাস্টহাফে ফরাসি স্ট্রাইকারের জোড়া গোলে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ নেয় ইউনাইটেড।

আর ম্যাচের ৭৪ মিনিটে হ্যাটট্রিক পূরণ করে দলের সহজ জয় নিশ্চিত করেন মার্শিয়াল।  তাতে সব প্রতিযোগিতা মিলে এ নিয়ে টানা ১৩ ম্যাচ অপরাজিত রইল রেড-ডেভিলরা।

এদিকে, স্প্যানিশ লা লিগায় আলফ্রেদো ডি স্টেফানো স্টেডিয়ামে, মায়োর্কার বিপক্ষে প্রত্যাশিত জয় পেলো রিয়াল মাদ্রিদ। তাতে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করলো তারা। চার মাসের বেশি সময় পর একাদশে ফেরা গ্যারেথ বেলকে নিয়ে রোমাঞ্চকর ম্যাচের শুরু। ১৯ মিনিটে এগিয়ে যায় লসব্লাঙ্কোসরা, ভিনিসিয়স জুনিয়রের গোলে।

বিরতির পর লিড দ্বিগুণ করেন ক্যাপ্টেন সার্জিও রামোস। তাতে দেড় বছর পর ফ্রি কিকে গোলের দেখা পায় গ্যালাক্টিকোরা।  আর মায়োর্কাকে হারিয়ে ২৪ ঘণ্টা ব্যবধান টেবিল টপার হলো জিদান শিষ্যরা।

মোহাম্মদ হাসিব, বাংলাটিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button