fbpx
বিশ্ববাংলা

বাংলাদেশিদের জন্য বন্ধই থাকছে শেনজেন সীমান্ত

মহামারি করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে যাওয়া সীমান্ত, জুলাইয়ের শুরু থেকে খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।  তবে, বাংলাদেশিদের জন্য বন্ধই থাকছে শেনজেন সীমান্ত।

জানা গেছে, বাংলাদেশ ছাড়া চীন, ভুটান, ভারতসহ বিশ্বের ৫৪টি দেশের নাগরিকরা ইইউর শেনজেন জোনে প্রবেশ করতে পারবেন। ইইউর ২২ দেশ এবং এর বাইরের চারটি দেশ নিয়ে গঠিত, শেনজেন ইইউর পাসপোর্ট ফ্রি জোন হিসেবে পরিচিত। এই এলাকার যেকোন দেশের নাগরিক শেনজেনভুক্ত যেকোনও সদস্য দেশ সফর করতে পারেন।

শেনজেন এলাকায় কোন সীমান্ত নিয়ন্ত্রণ নেই। চলতি সপ্তাহের আরও পরের দিকে, সীমান্ত খুলে দেয়ার বিষয়ে সরকারি এক বিবৃতি জারির কথা রয়েছে, যা পয়লা জুলাই থেকে বাস্তবায়ন হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

ইইউর কর্মকর্তারা জানান,প্রত্যেক দেশের মহামারি পরিস্থিতি, করোনাভাইরাসের বিরুদ্ধে নেয়া পদক্ষেপ,ভ্রমণের সময় সংক্রমণ নিয়ন্ত্রণের সক্ষমতা এবং ভ্রমণ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে কিনা,এসব বিষয় যাচাই করে এ তালিকা হালনাগাদ করা হবে।

গত ১১ জুন ইউরোপীয় কমিশনের শেনজেন সীমান্ত ১৫ জুন থেকে পুনরায় খুলে দেয়ার বিষয়ে সুপারিশ উত্থাপন করে। এতে ইউরোপীয়রা মহামারির আগে শেনজেন অঞ্চলে যেভাবে অবাধ চলাচল করতে পারতেন,সীমান্ত খুলে দেয়া হলে, একইভাবে অবাধ চলাচলের সুপারিশ করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button