fbpx
অন্যান্যদেশবাংলা

মৌসুম শুরু হলেও চাঁদপুরের পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ

 

মৌসুম শুরু হলেও চাঁদপুরের পদ্মা-মেঘনায় মিলছে না ইলিশ। মেঘনায় ইলিশ না পাওয়ায় ব্যবসায়ী ও আড়তদাররা দুষছেন প্রশাসনের নজরদারিকে। তারা বলছেন এবছর নির্বিচারে জাটকা নিধনে ইলিশের উৎপাদন কমেছে। যদিও ইলিশ গবেষকের দাবি,আর কিছুদিন পরই পাল্টে যাবে চিত্র।

জুলাই থেকে সেপ্টেম্বর ইলিশের ভর মৌসুম। প্রতিবছর এ সময়ে চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ ধরার উৎসবে মেতে ওঠেন জেলেরা। কিন্তু চাঁদপুরের পদ্মা- মেঘনায় জাল ফেলেও, ইলিশের নাগাল পাওয়া যাচ্ছে না। অনেকটা শূন্য হাতে জাল-নৌকা নিয়ে ফিরতে হচ্ছে জেলেদের।

চাঁদপুরে ধরা না পড়লেও, দক্ষিণাঞ্চলের জেলেদের জালে ধরা পড়ছে প্রচুর পরিমানে ইলিশ । হাতিয়া,সন্দীপ,বরিশাল,ভোলা,বরগুনা ও চরফেশনে, প্রতিদিন গড়ে এক হাজার থেকে দেড় হাজার মণ ইলিশ আসছে চাঁদপুর বড়স্টেশন মাছ ঘাটে। এসব ইলিশ রাজধানী ঢাকাসহ, দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হয়।

চাঁদপুরের নদীতে ইলিশ না পাওয়ায়  মানবেতর জীবন-যাপন করছেন,স্থানীয় জেলেরা। মেঘনায় ইলিশের কিছুটা সল্পতা রয়েছে তাতে সংকিত হওয়ার কারন নেই বলে জানান,মৎস্য গবেষক।

বাংলাটিভি/শহীদ

সংশ্লিষ্ট খবর

Back to top button