fbpx
জনদুর্ভোগবাংলাদেশ

জীবিকার নগরে ফিরছে মানুষ, পথে নানা দুর্ভোগ

ঈদের ছুটি শেষে জীবিকার নগরে ফিরছে মানুষ। অবশ্য নগরীতে ফিরে আসা মানুষের সংখ্যা এখনো অনেক কম। তবে ঢাকার পথে মানুষের সংখ্যা কম হলেও দুর্ভোগ কমছে না- নানা কারণে।

এদিকে, রাতে বন্ধ ছিলো ফেরি চলাচল, তাই ঘাটে জমে গেছে দীর্ঘ যানের জটলা। উত্তাল পদ্মার স্রোতের কারণে টানা ৮ ঘন্টা বন্ধের পর ফেরি চালু হলেও তা অপর্যাপ্ত। শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌ রুটের ১৭টি ফেরির মধ্যে চলছে মাত্র ৭টি। আর এতেই নাভিশ্বাস ঈদ শেষে ঢাকামুখী মানুষের।

অপেক্ষায় বিরক্ত অনেকেই ঝুঁকি নিয়ে উত্তাল পদ্মা পাড়ি দিচ্ছেন স্পিডবোটে। কেউ বা অতিরিক্ত যাত্রী হয়ে উঠছেন মাঝারি আকারের লঞ্চে। যদিও দুর্ঘটনা এড়াতে জোড়ালো কোনো পদক্ষেপ নেই কর্তৃপক্ষের।

পদ্মার অন্য দিক পাটুরিয়া-দৌলতদিয়া রুটেও আছে ঢাকামুখী মানুষের আনাগোনা। চাঁদপুর থেকে বেশ কয়েকটি লঞ্চ ছেড়ে এসেছে রাজধানীর উদ্দেশ্যে। ঢাকার সদরঘাটে খুব ভোরে দক্ষিণাঞ্চলের লঞ্চ ভিড়তে শুরু করে। তবে তেমন ভিড় দেখা যায়নি।

মহাসড়কে যানের জটলা না থাকলেও বাসগুলো মানছে না স্বাস্থ্যবিধি। অতিরিক্ত যাত্রী তো বটেই নেওয়াও হচ্ছে অতিরিক্ত ভাড়া। অনেকেই পরিবার পরিজনকে গ্রামে রেখে ঢাকায় ফিরেছেন।

সংশ্লিষ্ট খবর

Back to top button