fbpx
আওয়ামী লীগরাজনীতি

৭৫ পরবর্তী কলাম লেখকদের মুখোশ উন্মোচন হওয়া প্রয়োজন: তথ্যমন্ত্রী

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর ৭৫ পরবর্তী কলাম লেখকদের মুখোশ উন্মোচন হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ।

বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন আয়োজিত ‘১৫ আগস্ট: নেপথ্যের কুশিলবদের বিচারে কমিশন চাই’ শীর্ষক এক আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। এ কমিশন গঠনের ফলে আগামী প্রজন্ম বঙ্গবন্ধু হত্যার সঠিক ইতিহাস জানতে পারবে বলেও মন্তব্য করেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, ‘১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মাধ্যমে একটা যুদ্ধবিধ্বস্ত দেশকে ধ্বংস করা হয়েছে। বঙ্গবন্ধু অনেক আইন করেছিলেন। ওনার সেই আইনের (মৈত্রী চুক্তি) ফলে আমাদের স্থলসীমানা বেড়েছে, পরিচয়হীন ছিটমহল বাসিদের পরিচয় মিলেছে। আমরা ১ লাখ ১৮ হাজার বর্গকিলোমিটার সমুদ্রসীমা পেয়েছি।

আলোচনা সভায় প্রবন্ধ পাঠ করেন বিএফইউজের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আহসান বুলবুল। প্রবন্ধে তিনি বলেন, ‘জাতির জনকের রায়ের সময় বিচারকরা বলেছিলেন খুনিদের সাজা হলো, ষড়যন্ত্রকারীদের বিচার হওয়া প্রয়োজন। জাতির জনককে হত্যার কুশীলবদের বিচারে কমিশন গঠন সময়ের দাবি।’

সংশ্লিষ্ট খবর

Back to top button