fbpx
বিএনপিরাজনীতি

ডিজিটাল নিরাপত্তা মামলায় ২৫ ভাগ আসামি সাংবাদিক: ফখরুল

ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিকরাই বেশিরভাগ ক্ষেত্রে মামলার শিকার হচ্ছেন বলে মন্তব্য করেছেন বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৪ আগস্ট) বেলা সাড়ে ১১টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ফখরুল বলেন, ‘মানবাধিকার সংস্থার তথ্য মতে, ডিজিটাল নিরাপত্তা আইনের আর্টিকেল-১৯ এ মামলার হিসাব অনুযায়ী, এ বছরের ২২ জুন পর্যন্ত মোট মামলা হয়েছে ১০৮টি। এ সব মামলায় মোট আসামি করা হয়েছে ২০৪ জনকে। তাদের মধ্যে সাংবাদিক ৪৪ জন, আর অন্য পেশার ১৬০ জন। এই হিসাবে প্রায় ২৫ ভাগ আসামিই সাংবাদিক।’

তিনি আরো বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে এ বছরের জানুয়ারিতে ১০টি মামলা হয়েছে। ফেব্রুয়ারিতে ৯টি, মার্চে ১৩টি, এপ্রিলে ২৪টি, মে-তে ৩১টি এবং জুনের ২২ তারিখ পর্যন্ত ২১টি মামলা হয়েছে। ইতোমধ্যে ১২ জন সাংবাদিক ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার হয়েছেন।’

মির্জা ফখরুল বলেন, ‘২০১৯ সালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে ৬৩টি। ২০১৮ সালে ডিএসএ এবং আইসিটি অ্যাক্ট মিলিয়ে মামলা হয়েছে ৭১টি। বিশ্লেষণে দেখা যায়, ২০১৯ সালে এক বছরে মোট মামলা হয়েছে ৬৩টি। আর এ বছরের প্রথম ছয় মাসেই মামলা হয়েছে ১০৮টি।’

সংশ্লিষ্ট খবর

Back to top button