fbpx
অন্যান্যবাংলাদেশ

‘বঙ্গবন্ধু সবাইকে ভালবাসতেন আপনজনের মত করে’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ব্যাক্তিদের অন্যতম ছিলেন ক্যাপ্টেন শরীফ আজিজ। পঁচাত্তরের ১৫ আগষ্ট কালরাতের কথা ভেবে আজও আঁৎকে ওঠেন তিনি।

বঙ্গবন্ধুকে বাঁচাতে না পারার কষ্ট এখনও তাড়া করে ফেরে এই মানুষটিকে। বাংলা টিভিকে দেয়া একান্ত সাক্ষাতকারে তিনি তুলে ধরেন এমন অনেক কথা।

১৯৭৫ সালের ১৫ আগস্ট সকালে বঙ্গভবন থেকে তিনজন ছুটে গিয়েছিলেন ধানমন্ডির ৩২ নম্বরের দিকে। প্রথমজন বঙ্গবন্ধুর সামরিক সচিব ব্রিগেডিয়ার জেনারেল মাশহুরুল হক, এডিসি ক্যাপ্টেন শরীফ আজিজ ও লেফটেন্যান্ট রাব্বানী। কিন্তু পথে কয়েক দফা বাধার মুখে তারা বঙ্গভবনে ফিরে যেতে বাধ্য হন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খুব কাছ থেকে দেখেছিলেন শরীফ আজিজ। কেমন ছিলেন ব্যক্তি বঙ্গবন্ধু- এমন প্রশ্নে তিনি জানান, শেখ মুজিব ছিলেন অসাধারণ গুনের অধিকারী। সবাইকে ভালবাসতেন আপনজনের মত।

বঙ্গন্ধু ইতিহাসের শ্রেষ্ঠ আদর্শিক রাজনীতিবিদ ছিলেন বলেও মন্তব্য করেন, সাবেক এই সেনা কর্মকর্তা।

বুলবুল আহমেদ, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button