fbpx
আন্তর্জাতিকএশিয়াযুক্তরাষ্ট্র

বিশ্বজুড়ে আক্রান্ত ২ কোটির বেশি, সুস্থ ১ কোটি ৪১ লাখ ছাড়িয়ে

সারাবিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৯৫ জনে। আর প্রাণ হারিয়েছে প্রায় ৭ লাখ ৬৪ হাজার। এখন পর্যন্ত সুস্থ হয়েছে ১ কোটি ৪১ লাখ ৬০ হাজার ৪২১ জন।

বৈশ্বিক এ মহামারিতে মৃত্যুতে যুক্তরাজ্যকে ছাড়িয়ে বিশ্বে চতুর্থ স্থানে উঠে এসেছে ভারত। সর্বশেষ ২৪ ঘণ্টায় ভারতে রেকর্ড ৬৬ হাজার ৬৯৯ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন করে ৯৪২ জনসহ মোট মৃত্যু হয়েছে ৪৭ হাজার ৩৩ জন।

এদিকে, যুক্তরাজ্যে মোট মৃতের সংখ্যা ৪৬ হাজার ৭৯১ জনের। করোনায় মৃত্যু তালিকায় এখন ভারতের ওপরে আছে কেবল মেক্সিকো, ব্রাজিল ও যুক্তরাষ্ট্র। মৃত্যুতে বিশ্বের চতুর্থস্থানে থাকা ভারত করোনা আক্রান্তের সংখ্যায় বিশ্বে তৃতীয়স্থানে রয়েছে। ৫২ লাখ আক্রান্ত এবং এক লাখ ৬৬ হাজারের বেশি মৃত্যু নিয়ে দুই তালিকারই শীর্ষস্থান যুক্তরাষ্ট্রের দখলে।

অন্যদিকে, দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে সরকারি হিসাবেই আক্রান্ত ৩১ লাখ ৬৪ হাজার ছাড়িয়েছে, বুধবার পর্যন্ত দেশটিতে মৃত্যুও হয়েছে এক লাখ চার হাজার ২০১ জনের।

সংশ্লিষ্ট খবর

Back to top button