fbpx
অন্যান্যআন্তর্জাতিক

ক্রাইস্টচার্চে সন্ত্রাসী হামলার রায় ঘোষণা আজ

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার রায় ঘোষণা আজ। নৃশংস ওই হামলায় ৫১ জন মুসল্লি শহীদ হন। স্বয়ংক্রিয় বন্দুক দিয়ে নির্বিচারে গুলি চালিয়ে তাঁদের হত্যা করা হয়।

বিবিসি প্রতিবেদনে জানানো হয়, ক্রাইস্টচার্চের উচ্চ আদালতে রায় ঘোষণা হবে। এ সময় নিহত এবং আহতদের পরিবার আদালতে উপস্থিত থাকবে। রায় ঘোষণা চার দিন স্থায়ী হবে। এ সময় শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীর সামনে তাঁর নৃশংসতায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলো কেমন আছে, তা তুলে ধরা হবে।

এদিকে গেল মাসে ব্রেন্টন ট্যারেন্ট তাঁর আইনজীবীদের বরখাস্ত করেন। ধারণা করা হচ্ছে রায়ের সময় সে নিজেই তাঁর অবস্থান তুলে ধরবেন। আদালত থেকে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

২০১৯ সালের ১৫ মার্চ জুমার নামাজ চলাকালে নির্মম এ হত্যাকাণ্ড ঘটান ২৯ বছর বয়সী অস্ট্রেলিয়ার নাগরিক শ্বেতাঙ্গ জঙ্গি ব্রেন্টন ট্যারেন্ট। হত্যা ও সন্ত্রাসবাদের অভিযোগে তাঁর সাজা ঘোষণা করা হবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button