fbpx
বিশ্ববাংলা

ইতালিতে দুই শতাধিক বাংলাদেশি করোনায় আক্রান্ত

ইতালিতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। ইতোমধ্য ভেনিসে দুইশতাধিক প্রবাসী বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত করেছে, ভেনিস স্বাস্থ্য বিভাগ।

প্রবাসী বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দের সাথে কয়েক দফা বৈঠক করেছে তারা। বৈঠকে বলা হয়েছে যে, বাংলাদেশিদের যারা করোনা পজিটিভ আছেন তাদের বাসায় না পাওয়া গেলে, আর্থিকভাবে পাঁচ হাজার ইউরো জরিমানা ও সাজা হতে পারে।

উল্লেখ্য, গত কয়েকদিনে ইতালিতে প্রায় দশ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, এরমধ্য বাংলাদেশিদের সংখ্যাও আশংকাজনক। ভেনিস, মনফালকনে, জেনেভা ও মিলান শহরে বাংলাদেশিদের আক্রান্তের সংখ্যা একটু বেশি বলে জানা গেছে।

বিশেষ করে স্কুল পর্যায়ে এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে অনেক শিশু। এ নিয়ে প্রবাসী বাংলাদেশিরা রয়েছেন উৎকণ্ঠায়।

সংশ্লিষ্ট খবর

Back to top button