fbpx
বিশ্ববাংলা

দক্ষিণ কোরিয়ায় কনস্যুলার সেবা দেবে দূতাবাস

দক্ষিণ কোরিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আগামী রোববার প্রবাসীদেরকে কনস্যুলার সেবা দেয়া হবে।

গত সোমবার সিউল দূতাবাসের দূতালয় প্রধান সামুয়েল মুর্মু স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি থেকে জানা যায়, রোববার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে প্রবাসীদেরকে সেবা দেয়া হবে।

তবে শুধুমাত্র মেশিন রিডেবল পাসপোর্টে ছবি পরিবর্তন, নবজাতক শিশুর এমআরপি ইস্যু এবং আম মোক্তারনামা সংক্রান্ত সেবাপ্রার্থীরাই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে স্বশরীরে দূতাবাসে উপস্থিত হতে পারবেন।

অন্যান্য সেবাপ্রার্থীদেরকে দূতাবাসে উপস্থিত না হওয়ার অনুরোধ করা হয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ থেকে প্রবাসীদেরকে এবং দূতাবাসের কর্মীদেরকে রক্ষা করতে যারা অন্যান্য সেবা নেবেন, তাদেরকে ডাকযোগে সেবা নিতে অনুরোধ করা হয়েছে।

উল্লেখ্য, দূর্গাপূজা উপলক্ষ্যে আগামী ২৬ অক্টোবর এবং ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে আগামী ৩০ অক্টোবর দূতাবাস বন্ধ থাকবে।

সংশ্লিষ্ট খবর

Back to top button