
করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় মাস্ক ব্যবহার নিশ্চিতে আরও কঠোর হওয়ার কথা জানিয়েছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে বৈঠকে ভার্চুয়ালি যোগ দেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে দুপুরে সচিবালয়ে বিফিং করেন, মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, করোনা সংক্রমণ ও রোগির সংখ্যা বেড়ে যাওয়ায় পরিস্থিতি এক সপ্তাহ পর্যবেক্ষণ করা হবে। মাস্ক ব্যবহারে মানুষ সচেতন না হলে, ভ্রাম্যমাণ আদালতের জরিমানার পরিমাণ আরো বাড়ানো হবে বলেও জানান তিনি। বৈঠকে, কোভিড-১৯ মোকাবিলায় কৃষি মন্ত্রণালয়ের নেয়া পদক্ষেপ ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়।
এছাড়া, করোনা চলাকালে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নেয়া পদক্ষেপ সম্পর্কে মন্ত্রিসভাকে অবহিত করা হয়। এছাড়া চলচিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন ২০২০ এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।