fbpx
দেশবাংলা

নিষেধাজ্ঞা শিথিলে কক্সবাজারে বেড়েছে পর্যটক

ভ্রমণ নিষেধাজ্ঞায় শিথিলতা আসায় কক্সবাজার সমুদ্র সৈকতে দেশের দূর-দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। করোনার ঝুঁকি জেনেও সৈকতের নোনাজলে বাঁধভাঙ্গা উল্লাসে মেতে উঠছেন ভ্রমন পিপাসুরা। এতে করে পর্যটন খাত ঘুড়ে  দাঁড়ালেও করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে শঙ্কিত সংশ্লিষ্টরা।

অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলা ভূমি কক্সবাজার। পাহাড় আর সমুদ্রের জলরাশির যেখানে মিলেমিশে একাকার। কক্সবাজারে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত দেখতে বছরজুড়েই ভিড় লেগে থাকে পর্যটকের।

তবে করোনা ভাইরাস সংক্রমণের কারণে বিগত কয়েক মাস এখানে ছিলো মানুষের পদচারণা। এতে করে আর্থিক সংকটে পড়ে পর্যটনখাতের সংশ্লিষ্টরা। সম্প্রতি ভ্রমন নিষেধাজ্ঞায় শিথীলতা আসায় দিন দিন বাড়ছে পর্যটকদের ভিড়। দীর্ঘ সময় পর সমুদ্র যেন  ফিরে পেয়েছে প্রাণ। নীল জলরাশির সৈকতে ভ্রমন পিপাসুদের আনাগোনায় ব্যস্ত সময় পার করছেন ফটোগ্রাফাররা।

করোনায় পিছিয়ে পড়া পর্যটন খাত ঘুরে দাঁড়ালেও মহামারীর দ্বিতীয় ঢেউ নিয়ে শঙ্কিত এ শিল্পের সাথে জড়িতরা। মহামারী সংকট মোকাবেলা করে কক্সবাজারের পর্যটনখাত ঘুরে দাড়াবে এমনটাই প্রত্যাশা তাদের।

আরমান কায়সার, বাংলা টিভি

সংশ্লিষ্ট খবর

Back to top button