fbpx
বিশ্ববাংলা

ফ্রান্স বিরোধী পোস্ট: ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে সিঙ্গাপুর

ফ্রান্সে সন্ত্রাসী হামলার প্রতি সমর্থন জানিয়ে যামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয়ায় ১৫ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে সিঙ্গাপুর। মঙ্গলবার একথা জানিয়েছে সিঙ্গাপুরের স্বরাষ্ট্রমন্ত্রণালয়। এছাড়া সন্ত্রাসবাদে সংশ্লিষ্টতার সন্দেহে আরও ৩৭ জনের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে পুলিশ।

যদিও বিভিন্ন সুত্র বলছে, ফেরত পাঠানো বাংলাদেশি শ্রমিকের আসল সংখ্যা শতাধিক। এছাড়া মালয়েশিয়ার এক ব্যক্তিকেও ফেরত পাঠানো হয়।

গেল মাসে শিক্ষার্থীদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু ওয়াআলাইহি ওয়াসাল্লামের কার্টুন দেখানোর অভিযোগে স্যামুয়েল পাতি নামে এক শিক্ষককে গলাকেটে হত্যা করে এক ব্যক্তি। এর পরে নিস শহরের একটি গির্জায় হামলার ঘটনা ঘটে।

হামলার সমর্থনে ‘সহিংসতা বা সাম্প্রদায়িক অস্থিরতা উস্কে দিতে পারে’ সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এমন পোস্ট দিয়েছেন বলে অভিযোগ পুলিশের। মঙ্গলবার ২৬ বছরের এক বাংলাদেশি যুবককেও আটক করা হয়।

সংশ্লিষ্ট খবর

Back to top button