
মহামারি করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা আঞ্জুমান শিল্পী। সঙ্গে তার স্বামী ও দুই সন্তানও আক্রান্ত। বর্তমানে বাসাতেই আইসোলেশনে রয়েছেন তারা।
শিল্পী নিজেই বিষয়টি নিশ্চিত করে বলেন, এতদিন আমরা বাসায় কোয়ারেন্টিনে থাকলেও গত একমাস থেকে আমার স্বামী অফিস করছেন। মনে হয় তার থেকেই আমরা সংক্রমিত হয়েছি। প্রথমে তার এবং পড়ে আমার দুই সন্তানের জ্বর আসে। পরে টেস্ট করালে রিপোর্ট পজিটিভ আসে সবার।
তিনি জানান, গত শনিবার (২৮ নভেম্বর) পরিবারের সবাই করোনা পরীক্ষার জন্য নমুনা দেন। এরপর রোববার (২৯ নভেম্বর) পজিটিভ রিপোর্ট পান। পরিবারের সবার জন্য দোয়া চেয়েছেন তিনি।