
পঞ্চমবারের মতো করোনা পরীক্ষায় সুখবর পেয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ জেমি ডে। সোমবার রাতে পাওয়া করোনা টেস্ট রিপোর্টে ফলাফল নেগেটিভ এসেছে তার।
এবার কাতারে গিয়ে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিতে এখন আর কোনও সমস্যাই রইলো না। বুধবার সকালে কাতার যাওয়ার কথা রয়েছে তার। সেখানে গিয়ে অবশ্য তাকে ২৪ ঘন্টার কোয়ারেন্টাইনে থাকতে হবে।
জেমি ডের অনুপস্থিতিতে তার সহকারী স্টুয়ার্ট ওয়াটকিস সবকিছু দেখভাল করছেন। নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ থেকেই মূলত দলের দায়িত্বে তিনি। ভীষণভাবেই জেমি ডেকে অভাব বোধ করছিলেন খেলোয়াড়েরা।