বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৪: স্বরাষ্ট্রমন্ত্রী

হাকিম মোড়ল, ঢাকা: কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুরের অভিযোগে চার মাদ্রাসাছাত্রকে আটক করেছে পুলিশ। রবিবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ তথ্য জানান।
এর আগে, সিসিটিভির ফুটেজ দেখে তাদের শনাক্ত করা হয়েছে বলে জানান, কুষ্টিয়া পুলিশ সুপার। গ্রেপ্তারকৃতরা হলেন, আবু বক্কর, নাহিদ, আলামিন, ইউসুফ। তারা সবাই ইবনে মাদ্রাসার ছাত্র। শহরের একটি মাদ্রাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সিসি ক্যামেরার ভিডিও ফুটেজে দেখা যায়, ঘড়িতে তখন রাত ২টা ১৬ মিনিট। দু’জনই দাড়িওয়ালা। টুপি ও পাজামা-পাঞ্জাবি পরিহিত দু’জনের মধ্যে একজনের পিঠে ব্যাগ ঝোলানো রয়েছে। শহরের যে সড়কটি মজমপুর গেট হয়ে পাঁচ রাস্তার মোড়ে এসে মিশেছে পায়ে হেঁটে এসে যুবক বয়সী ওই দুজন বাঁশ বেয়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যে উঠে।
পরে এলোপাথাড়ি হাতে থাকা লাঠি অথবা লোহার দিয়ে ভাস্কর্যটি ভাঙচুর করে। এরপর ভাস্কর্য ভেঙে তারা নির্বিঘ্নে ঘটনাস্থল ত্যাগ করে।