‘জাতির পিতাকে অবমাননায় জড়িত, কাউকে ছাড় নয়’

বঙ্গবন্ধুর ভাস্কর্যের অবমাননা ক্ষমার অযোগ্য অপরাধ, জড়িতদের শাস্তি পেতেই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর ভাস্কর ভাঙচুরের মধ্য দিয়ে যারা সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়াতে চায়, তাদের বিরুদ্ধে জনগণ সোচ্চার হচ্ছে বলে জানিয়েছেন, তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
রোববার সকালে ভারচুয়ালি নরসিংদী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন আওয়ামী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এসময় তিনি বলেন, কুষ্টিয়ায় জাতির জনকের ভাস্কর ভাঙচুরের ঘটনায় জড়িত কাউকেই ছাড় দেয়া হবে না।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর জন্য ভাস্কর্য নিয়ে বিরূপ বক্তব্য দিচ্ছে একটি মহল। সাম্প্রদায়িক বিষবাষ্প না ছড়াতে আলেম-ওলামাদের প্রতি আহ্বানও জানান তথ্যমন্ত্রী।
অন্যদিকে, কুষ্টিয়া জেলা প্রশাসনের সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর মানে গোটা দেশের উপর আক্রোশ।
বুলবুল আহমেদ, বাংলা টিভি