মোরেলগঞ্জে মাদ্রাসা শিক্ষার্থীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার

মোরেলগঞ্জ উপজেলার নব্বইরশি বাসস্ট্যান্ডের কাছে রহমতিয়া শিশু সদন হাফেজী ও কওমী মাদ্রাসার পেছন থেকে এক শিক্ষার্থীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।
সে ওই মাদ্রাসার নজরানা বিভাগের ছাত্র ছিল। নিহত হাসিব শেখ বারইখালী গ্রামের সোবাহন শেখের ছেলে। পুলিশ ধারণা করছে, শিশুটিকে দুর্বৃত্তরা মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড তা নিশ্চিত হতে পারেনি।
মাদ্রাসা কর্তৃপক্ষের বরাত দিয়ে মোরেলগঞ্জ থানার ওসি মনিরুল ইসলাম বলেন, নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের চিহ্ন রয়েছে। ইট দিয়ে তার মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তবে এ শিশুকে কারা কী কারণে হত্যা করেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
জানা যায়, মাদ্রাসার আবাসিক ছাত্র হাসিব সহপাঠীদের সাথে শনিবার রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। সকালে তার সহপাঠীরা হাসিবকে তাদের কক্ষে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। পরে তারা মাদ্রাসার পেছনে মাটিতে হাসিবের মরদেহ দেখতে পায়।