বিশ্ববাংলা
অস্ট্রেলিয়ায় টেলিকনফারেন্সে প্রবাসীদের চিকিৎসা

অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি চিকিৎসকরা ‘হেলথ অফ লাভড ওয়ানস’ নামে একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে টেলিকনফারেন্সের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের চিকিৎসা সেবা দেয়ার উদ্যোগ নিয়েছে।
সম্প্রতি সিডনীতে প্রতিষ্ঠানটির পরিচালনা পরিষদ আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের পরিচালক ডা. শেখ হায়দার তপু জানান, রোগীরা তাদের ওয়েবসাইটে নিবন্ধন করে সাক্ষাৎকারের সময় নিলে, চিকিৎসকরা নির্ধারিত সময়ে ফোন করে ব্যবস্থাপত্র দেবেন।
চিকিৎসকদের মধ্যে রয়েছেন ডা. শেখ হায়দার তপু, ডা. ফয়জুর রেজা ইমন, ডা. ইফতেখার হোসেন পাভেল, ডা. মাহফুজ আশরাফ সহ আরো অনেকে।