
বেগম রোকেয়া ছাড়া বাংলায় শিক্ষা-সাবলম্বীতায় নারীর জাগরণ সম্ভব হতো না, বলে মন্তব্য করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সকালে বেগম রোকেয়া দিবসের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে সর্বক্ষেত্রে নারীদের অগ্রযাত্রা প্রতিষ্ঠায় সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি।
এসময় বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ৫ বিশিষ্ট নারীকে রোকেয়া পদক প্রদান করা হয়। এসময় প্রধানমন্ত্রী বলেন, নারী জাগরণের কথা বলতেই যে মহীয়সীর নাম সবার আগে বাঙালীদের মনে জেগে ওঠে তিনি বেগম রোকেয়া।
তাঁর হাত ধরেই শুরু হয়েছিলো বাংলায় নারীর অগ্রযাত্রার প্রথম সোপান। সর্বক্ষেত্রে নারীরড় অংশগ্রহণ নিশ্চিতে শিক্ষা ও কর্মসংস্থানে তাঁর সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করেন শেখ হাসিনা।
সমাজিক সুরক্ষা ও নারীর প্রতি সহিংসতা বন্ধে সরকারের নেয়া পদক্ষেপের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় ৫ জন বিশিষ্ট নারীকে বেগম রোকেয়া পদক প্রদান করা হয় অনুষ্ঠানে।
বুলবুল আহমেদ, বাংলা টিভি