পদ্মা সেতু পেলো পূর্ণকাঠামো

পূর্ণতা পেলো পদ্মা সেতু। আজ সবশেষ স্প্যান বসানোর মাধ্যমে সেতু পূর্ণকাঠামো ৬ দশমিক ১৫ কিলোমিটার দৃশ্যমান হলো। মহান বিজয়ের মাসেই, প্রমত্তা পদ্মা নদীর বুকে বিজয়গাঁথা লিখে সংযুক্ত হলো দুই প্রান্তের ভূখণ্ড।
কোটি প্রাণে স্বপ্নজোড়া সেতুর চুড়ান্ত কাজগুলো এখন চলবে বাঁধাহীনভাবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানালেন, স্টিল স্প্যানের নিচেরর অংশে রেল লাইন এবং উপরিভাগে সড়কের কাজের গতি বেড়ে যাবে বহুগুন। আগামী বছরই চলাচলে জন্য উন্মুক্ত করা হবে পদ্মাসেতু।
স্বপ্নের পদ্মা সেতুর প্রথম স্প্যান বসানো হয় ২০১৭ সালের ৩০ সেপ্টেম্বর ৩৭ ও ৩৮ নাম্বার পিলারের উপর। মাঝে কেটে গেছে তিনটি বছর। এক একটি স্প্যান বসানোর পর ক্রমশ দৃশ্যমান হয়েছে মূল সেতুকাঠামো। শত প্রতীক্ষার অবসান ঘটে আজ ৪১ তম স্প্যান বসানোর মধ্য দিয়ে। কোটি মানুষের স্বপ্ন পদ্মা প্রমত্ত পদ্মা জয় করে, সংযুক্ত হল বিভক্ত ভূখণ্ড।
আগামী বছর স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে উন্মুক্ত করা হবে পদ্মাসেতু।পদ্মা সেতু চালু হলে, দেশের দক্ষিণাঞ্চলের সাথে সড়ক ও রেল যোগাযোগে বিপ্লব বয়ে আনবে। অর্থনৈতিকভাবে গুরত্বপূর্ণ হয়ে উঠে পাল্টে যাবে জনপদ।
বাংলাটিভি/শহীদ