
ওয়েলিংটন টেস্টে চালকের আসনে নিউজিল্যান্ড। তৃতীয় দিন শেষে স্বাগতিকদের চেয়ে এখনো ৮৫ রানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ।
৮ উইকেটে ১২৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে সফরকারীরা। মাত্র ৭ রান যোগ করতে শেষ দুই উইকেট হারায় তারা। ১৩১ রানে গুটিয়ে যায় তাদের প্রথম ইনিংস। ফলে ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে ক্যারিবিয়রা।
সেখানেও প্রতিরোধ করতে পারে নি কোনো ব্যাটসম্যান। দিন শেষ তাদের সংগ্রহ ৬ উইকেটে ২৪৪ রান। ট্রেন্ট বোল্ট ৩টি এবং কাইল জেমিসন নেন দুই উইকেট। এরআগে নিজেদের প্রথম ইনিংসে ৪৬০ রান করে নিউজিল্যান্ড।