চট্টগ্রামে শিশু ধর্ষণ ও হত্যায় ৮ আসামির মৃত্যুদণ্ড

চট্টগ্রামে ৯ বছরের শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা মামলায় ৮ আসামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এ রায়ে খুশি রাষ্ট্রপক্ষ ও মীমের পরিবার। দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন স্বজনরা।
২০১৮ সালের ২১ জানুয়ারি চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকার একটি বাড়ি থেকে মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী ফাতেমা আক্তার মীমের মীমের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় মীমের মা রাবেয়া বেগম বাদী হয়ে মামলা করেন।
পরবর্তীতে ১৮ জনের সাক্ষ্য শেষে মীম হত্যার ঘটনায় ৮ আসামীকে মৃত্যুদণ্ড দেন চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। একই সাথে তাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে অর্থদন্ড দেয়া হয়েছে। আসামীদের মধ্যে ৭ জন হাজতে থাকলেও একজন পলাতক রয়েছে।
এদিকে, রায়ে সন্তোষ প্রকাশ করে তা দ্রুত কার্যকরের দাবি জানিয়েছেন মীমের পরিবার। আর অপরাধীদের শাস্তি নিশ্চিতের মাধ্যমে শিশু নির্যাতন বন্ধ হবে এমনটিই প্রত্যাশা সংশ্লিষ্টদের।
চৌধুরী লোকমান, চট্টগ্রাম ব্যুারো প্রধান