
মঙ্গলবার থেকে সারাদেশে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ২০২১ শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইনে আবেদন শুরু হয়েছে। ওয়েবসাইটের মাধ্যমে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে হবে।
আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা, যা শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে পরিশোধ করা যাবে। ২৭ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত আবেদন করার সুযোগ থাকবে। একজন শিক্ষার্থী সর্বাধিক পাঁচটি বিদ্যালয়ে ভর্তির পছন্দ দিতে পারবে।
৩০ ডিসেম্বর লটারির মাধ্যমে এখান থেকে একটি বিদ্যালয় নির্বাচন করা হবে। এর আগে গত শুক্রবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে শিক্ষা মন্ত্রণালয়ের অধীন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।