
৩৬ রানেই ইনিংস গুটিয়ে গেল কোহলি বাহিনীর। শনিবার বোলারদের দাপটে টেস্টে নিজেদের সর্বনিম্ন রানের লজ্জা পেল ভারত। দিবারাত্রির ভারত-অস্ট্রেলিয়া টেস্টে বোলারদের আধিপত্য দেখছে ক্রিকেট বিশ্ব।
ভারতের ব্যাটিং লাইনআপে আঘাতটা শুরু করেন প্যাট কামিন্স। নাইটওয়াচম্যান বুমরাকে ফিরিয়ে শুরু সে তাণ্ডবের। এরপর একে একে পূজারা, কোহলিকে বিদায় করেন এই অজি পেসার। প্যাট কামিন্সের পর ঝড় তোলেন হ্যাজেলউড।
তার বোলিং তোপে তাসের ঘরের মতো ধসে পড়ে ভারতীয় ব্যাটিং লাইনআপ। রাহানে, ঋদ্ধিমান শাহ, অশ্বিন, মায়াঙ্ক আগারওয়ালারা উইকেটে টিকতে রীতিমতো হিমশিম খান।
অজি বোলারদের দাপটের দিনে ভারতে হয় নতুন লজ্জার রেকর্ড। মাত্র ৩৬ রানেই ইনিংস গুটিয়ে যায় সফরকারীদের। স্বাগতিক বোলারদের পক্ষে হ্যাজেলউড মাত্র ৮ রান দিয়ে নিয়েছেন ৫ উইকেট। প্যাট কামিন্স পেয়েছেন ৪টি।