রাজনীতিআওয়ামী লীগ
ঘর সামলাতে বিএনপি নেতাদের প্রতি আহবান তথ্যমন্ত্রীর

আওয়ামী লীগের বিরুদ্ধে বিষোদগার না করে, নিজের ঘর সামলাতে বিএনপি নেতাদের প্রতি আহবান জানিয়েছেন, তথ্যমন্ত্রী ড.হাছান মাহমুদ।
রোববার সকালে জাতীয় প্রেসক্লাবে, প্রগতিশীল ন্যাশনাল আওয়ামী পার্টি আয়োজিত মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ১৪০ তম জন্মবার্ষিকীর আলোচনা সভায় যোগ নিয়ে একথা বলেন তিনি।
এসময় তথ্যমন্ত্রী আরও বলেন, বিএনপি ক্রমাগতভাবে সরকারের বিরুদ্ধে নালিশে ব্যস্ত, কিন্তু নিজেদের ঘরে যে ফাটল ধরেছে সেটি নিয়ে তাদের কোন চিন্তাই নেই।