দেশবাংলা
পূবাইলে তুলার গুদামে আগুন

পূবাইলে তুলার গুদামে আগুন গাজীপুরের পূবাইল কুদাব কাজীপাড়া এলাকায় তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে রহমান এন্টারপ্রাইজে এই আগুনের ঘটনা ঘটে।
টঙ্গী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইকবাল হোসেন জানান, প্রথমে একটি গুদামে আগুন লাগে। পরে, মুহূর্তেই আগুন আরো ১০টি গোডাউন ঘরে ছড়িয়ে পড়ে। টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে, এই গুদামে আগুন নেভানোর কোনো ব্যবস্থা নেই। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ বা ক্ষতির পরিমাণ বলা যাচ্ছে না।
তাওহীদ কবির, টঙ্গী প্রতিনিধি